শূন্যে ভাসছে দ্যা হভারিং শিপ... বিরল এই দৃশ্য দেখা গেলো কোথায়?
কি দেখে মনে হচ্ছে শূন্যে জাহাজ ভাসছে!
অপটিকাল ইলিউশনের বেস্ট এক্সামপলগুলোর মধ্যে এটা হচ্ছে একটা। ডেভিড মরিস নামের একজন আলোকচিত্রগ্রাহক এই বিশেষ ছবিটি ক্যামেরাবন্দী করেন যুক্তরাজ্য কোস্টে। এমন দৃশ্য সাধারণত আর্কটিক এলাকায় সচরাচর দেখা গেলেও যুক্তরাজ্যে এটা বেশ রেয়ার।
Meteorology তথা আবহাওয়া-বিদ্যার সাহায্যে এর ব্যাখ্যা দেয়া যায়। এটা একটা বিশেষ ধরণের মরিচীকা। আমরা জানি আলো যখন কোন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। বিপরীতক্রমে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে অভিলম্বের দিকে সরে যায়। এখানে বাতাসের দুটো লেয়ার আছে। সী-লেভেলে ঠান্ডা বাতাস (Cold Air), আর তার ঠিক উপরেই আছে উষ্ণ বাতাস (Warm Air)। যেহেতু ঠান্ডা বাতাসের ঘনত্ব উষ্ণ বাতাসের চেয়ে বেশি এর প্রতিসরাঙ্কের মানও বেশি। এখন জাহাজ থেকে আসা আলোকরশ্মি ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে পাস করার কারণে নিচের দিকে বেঁকে যায় এবং তীরে থাকা অবজার্ভারের কাছে গিয়ে পৌঁছে। অবজার্ভার ভাবে জাহাজ থেকে আলোকরশ্মি বোধহয় সরাসরি তার চোখে গিয়ে পড়েছে অর্থাৎ জাহাজটাকে সে সরাসরি দেখছে। একারণে সে দেখতে পায় জাহাজটা সমুদ্রপৃষ্ঠের উপর ভাসছে!



Post a Comment