মায়ামিকে প্রথমবার এমএলএস কাপ জেতাতে চান মেসি



ক্লাবের আবির্ভাব হয়েছে বেশি বছর হয়নি। এখন পর্যন্ত মেজর লিগ সকারে (এমএলএস) যেসব ফলাফল ইন্টার মায়ামির, তাতে তাদের যেকোনো শিরোপার জেতার বাজি ধরার লোকের সংখ্যা পাওয়াটাই মুশকিল। তবে দলে যদি থাকেন একজন লিওনেল মেসি, অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন তো আঁকা যেতেই পারে। স্বয়ং আর্জেন্টাইন কিংবদন্তিও আশাবাদী, এবার ক্লাবটি জিতবে নিজেদের প্রথম এমএলএস কাপ।



৩৭ বছর বয়সী মেসি ২০২৩ সালে মায়ামিতে যোগ দেন। নতুন ঠিকানায় নিজের প্রথম মৌসুমে মেসি ভালো করলেও মায়ামি বিশেষ ছাপ ফেলতে ব্যর্থ হয়। দলটি ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে ১৪তম স্থানে থেকে শেষ করে। এই বছর অবশ্য দলটির আমূল উন্নতি হয়েছে, ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ ৭৪ পয়েন্টের সাথে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছে তারা। খেলবে এমএলএস কাপের প্লে-অফে।
                                   Ads1

৮ বারের ব্যালন ডি'অর বিজয়ী এখন দৃষ্টি আরেকটি শিরোপা ঘরে তোলার দিকে। ৪৩৩ অ্যাপে সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সাথে আলাপচারিতায় বলেছেন এই আশার কথা। “একটা ক্লাব তৈরি করার জন্য আপনাকে শিরোপা জিততে হবে। ক্লাব এমএলএসে (২০২৩) একটি খারাপ বছর পার করছিল। আর আমি আসার খানিক বাদেই আমরা লিগ কাপ জিতেছিলাম, ক্লাবের জন্য যা ছিল প্রথম শিরোপা। এটা আমাদের জন্য অসাধারণ ছিল, এবং এখন আমরা এই প্লে-অফগুলো খেলতে আগ্রহী এবং আশা করি এমএলএস কাপ জিততে সক্ষম হব। ব্যক্তিগতভাবে আমার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ক্লাবের জন্যও এটা জেতার দরকার, যারা এজন্য অনেক কিছুই করেছে।”



এই বছর মেসি এমএলএস এমভিপি পুরস্কারের জন্য পাঁচজন ফাইনালিস্টের একজন। ৩৪ ম্যাচের মাত্র ১৯টিতে খেলা সত্ত্বেও ২০টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট রয়েছে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের নামের পাশে। পুরো ক্যারিয়ারই ইউরোপে খেলার পর ভিন্ন একটি দেশ ও ক্লাবে মানিয়ে নেওয়ার কাজটা কঠিন হলেও মেসি তা করেছেন দারুণভাবেই।
                             Ads2

মেসি বলেছেন, মায়ামিতে ভালো করতে এই বয়সে এসে খেলার স্টাইলটি নতুন করে সাজিয়েছেন তিনি। “সময়, পরিস্থিতি এবং বয়সের কারণে আমি আমার খেলার ধরন পরিবর্তন করেছি,। আমি সবকিছুর সাথেই কিছুটা খাপ খাইয়ে নিচ্ছি। আমি নিজেকে নতুন করে তৈরি করে নিতে শুরু করেছি এবং লিগটির সাথে খাপ খাইয়ে নিতে শুরু করেছি, যা আমার জন্য নতুন ছিল। আমি শুরু থেকেই এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করতাম।”
Ads3

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.